নকশালবাড়ি, ২৯ ডিসেম্বরঃ নকশালবাড়ির কদমামোড় সংলগ্ন পানিঘাটা-বাগডোগরা রাজ্যে সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ।ঘটনায় মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক মহিলা জুনিয়র চিকিৎসকের।আহত আরও ৪ জন।
জানা গিয়েছে, গতকাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ২ মহিলা জুনিয়র চিকিৎসক সহ মোট ৪ জন চারচাকার গাড়িতে করে পানিঘাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন।সেইসময় উল্টো দিক থেকে কাজ সেরে শিলিগুড়িতে ফিরছিল অন্য একটি চারচাকার গাড়ি।কদমামোড় এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।ঘটনার পর ছুটে আসে নকশালবাড়ি থানার পুলিশ ও নকশালবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ।
আহতদের উদ্ধার করে প্রথমে দুই চিকিৎসককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় সায়ন্তনী ভাদুরী নামে এক জুনিয়র চিকিৎসকের।বাকি ৩ জনকে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়।সেখানে ২ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করে গোটা ঘটনার তদন্তে পুলিশ।
