আলিপুরদুয়ার, ২৯ মার্চঃ আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় আহত এক গর্ভবতী মহিলা সহ ৮ জন।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে অসম সীমান্ত সংলগ্ন ৩১নম্বর জাতীয় সড়কের বারবিশা নিউটাউন এলাকায়।
জানা গিয়েছে, বারবিশা থেকে একটি ছোট যাত্রীবাহী গাড়ি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাচ্ছিল।সেইসময় একটি ট্রেলার গাড়িকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় যাত্রীবাহী গাড়িটি।ঘটনায় আহত হন গর্ভবতী মহিলা সহ ৮ জন।ঘটনার পর তড়িঘড়ি গর্ভবতী মহিলাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়।বাকিদের কামাখ্যাগুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
এদিকে খবর পেয়ে বারবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।