শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় ফের একবার ভয়াবহ পথ দুর্ঘটনা।বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হলেন বেশ কয়েকজন।ঘটনার পর ঘাতক গাড়িটির উপর ভাঙচুর চালালো ক্ষিপ্ত জনতা।
জানা গিয়েছে, সোমবার রাতে ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকা থেকে আশিঘর মোড়ের দিকে যাচ্ছিল একটি চারচাকার গাড়ি।
সেইসময় বেশকয়েকটি টোটো, স্কুটি, বাইক, সাইকেল ও একটি চার চাকার গাড়িকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে চারচাকার গাড়িটি।ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলে এলাকাবাসীরা।যদিও সুযোগ বুঝে পালিয়ে যায় গাড়ির চালক সহ দুজন।এরপর ক্ষিপ্ত জনতা সেই গাড়িটির ওপর ভাঙচুর চালায়।এই ঘটনায় বেশকয়েকজন আহত হন।তাদের মধ্যে গুরুতর আহত হন ৩ জন।তাদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ।পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, গাড়িতে মদ্যপান করতে করতে যাচ্ছিল চালক সহ দুজন।এর জেরেই এই দুর্ঘটনা।ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।