টোটো ও বাইককে ধাক্কা ট্রেলারের, ঘটনায় আহত ৫

ফুলবাড়ি, ১৬ জুনঃ তিনটি গাড়ির সংঘর্ষে আহত হলেন ৫ জন। রবিবার ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস রাস্তার ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি ট্রেলার ফুলবাড়ির দিকে আসছিল।সেইসময় একই পথে থাকা একটি টোটো ও বাইককে ধাক্কা মারে ট্রেলারটি।রাস্তায় ছিটকে পরে টোটো ও বাইকটি।এই ঘটনায় টোটোতে থাকা চালক সহ চারজন ও বাইক আরোহী আহত হন।স্থানীয়দের সহযোগিতায় আহতদের  উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগ, ট্রেলারের চালক ও সহকারী চালক মদ্যপ অবস্থায় ছিল।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক গার্ডের পুলিশ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।ঘটনায় ট্রেলারের চালক ও সহকারি চালককে আটক করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *