জলপাইগুড়ি, ২১ ডিসেম্বরঃ জলপাইগুড়ি–হলদিবাড়ি রাজ্য সড়কের সর্দারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা।ট্রাকের ধাক্কায় মৃত্যু হল
এক মহিলা পরীক্ষার্থীর।প্রাণে বাঁচলেন তাঁর স্বামী ও চার বছরের সন্তান। মৃতার নাম মাধবী বর্মন সরকার।
জানা গিয়েছে, মাধবী বর্মন সরকার এদিন কনস্টেবলে নিয়োগের পরীক্ষা দিতে স্বামীর মোটরবাইকে চেপে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।তাদের সঙ্গে ছিল চার বছরের সন্তান। সর্দারপাড়া এলাকায় আচমকাই একটি দশ চাকার ট্রাক বাইকটিকে সজোরে ধাক্কা মারে।
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।গুরুতর আহত হন মহিলার স্বামী ও সন্তান।ঘটনার পর পালিয়ে যায় ট্রাকের চালক।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করেছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
