শিলিগুড়ি, ১০ জানুয়ারিঃ বৃহস্পতিবার গভীর রাতে ফের ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় দুর্ঘটনা।গুরুতর জখম হলেন এক বাইক আরোহী।
জানা গিয়েছে, গতকাল রাতে বাইকে করে পূর্ব চয়নপাড়া থেকে ইস্টার্ন বাইপাসের দিকে যাচ্ছিলেন এক যুবক।বেহাল রাস্তা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সে।ঘটনার পর আহত অবস্থায় বেশকিছুক্ষন রাস্তাতেই পড়ে থাকে যুবক।
এরপর ইস্টার্ন বাইপাস দিয়ে আসা এক ট্রাক চালক আহত যুবককে দেখতে পান।পরবর্তীতে ট্রাক চালক ও স্থানীয়দের সহযোগিতায় যুবককে উদ্ধার করা হয়।ঘটনার খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ।এরপর আহত যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ইস্টার্ন বাইপাসে ওঠার আগে পূর্ব চয়নপাড়া রাস্তায় এক ব্যক্তি বহুতল নির্মাণ করছেন।রাস্তার মধ্যেই বালি পাথর ফেলে বিপদজনক করে রেখেছেন বহুতলের মালিক।এরফলেই এই দুর্ঘটনা ঘটছে।বহুতলের মালিককে বহুবার বলার পরেও কোন কথা শোনেননি বলে অভিযোগ করেন তারা।