ধূপগুড়িতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

জলপাইগুড়ি, ১৪ জুনঃ ধূপগুড়ির ঠাকুরপাট এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ব্যাপক বৃষ্টিপাতের ফলে দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দুটি দুর্ঘটনার কবলে পড়ে।ঘটনায় গুরুতর জখম হন ৪ জন।ঘটনায় পর আহতদের উদ্ধার করে স্থানীয়রা।এরপরই খবর দেওয়া হয় ধূপগুড়ির দমকল বাহিনীকে।  


দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom