শিলিগুড়ি,২৪ সেপ্টেম্বরঃ নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে শিলিগুড়ি ফেরার পথে কোচবিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু প্রধাননগর থানার এক পুলিশ কর্মী সহ চারজনের।ঘটনায় আহত হয়েছেন আরও বেশকয়েকজন।
জানা গিয়েছে, কিছুদিন আগে এক নাবালিকার নিখোঁজ অভিযোগ দায়ের হয় প্রধাননগর থানায়।সেই ঘটনার তদন্তে নেমে কোচবিহারে ওই নাবালিকার খোঁজ পায় পুলিশ।এরপর বুধবার নাবালিকার খোঁজে কোচবিহারে যায় প্রধাননগর থানার এস আই বিশ্বজিৎ দাস,কনস্টেবল গোবিন্দ সেন সহ মহিলা পুলিশ কর্মী চন্দনা পাল এবং নিখোঁজ নাবালিকার মা ও এক আত্মীয়।ওইদিনই কোচবিহার থেকে নাবালিকাকে উদ্ধার করে এবং নাবালিকাকে অপহরণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে রাতে শিলিগুড়ি ফিরছিল পুলিশের ওই গাড়ি।সেইসময় কোচবিহারের ঘোকসাডাঙার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় গাড়িটি।
ঘটনায় মৃত্যু হয় প্রধাননগর থানার কনস্টেবল গোবিন্দ সেন,নাবালিকা জোৎস্না কর, তার মা শিপ্রা কর সহ নাবালিকার আত্মীয় প্রদীপ দেবনাথের। অন্যদিকে চিকিৎসাধীন রয়েছেন প্রধাননগর থানার এস আই বিশ্বজিৎ দাস সহ মহিলা পুলিশ কর্মী চন্দনা পাল ও অভিযুক্ত যুবক কৈলাশ দাস।যদিও গাড়ি চালক পলাতক রয়েছে বলে জানা গিয়েছে।