রাজগঞ্জ, ২৫ ডিসেম্বরঃ ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও ৬ লক্ষ ৬ হাজার টাকা।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, ব্যবসায়ীর নাম চম্পা চক্রবর্তী।ফাটাপুকুর রেজিস্ট্রি অফিসের সামনে তার একটি দোকান রয়েছে।লেনদেনের ক্ষেত্রে অনলাইন মাধ্যমেই বেশিরভাগ কাজ করেন তিনি।গত ২২ এবং ২৩ তারিখ টাকা জমা করতে গিয়ে সারভারের সমস্যা দেখাচ্ছিল।এরপর সমাধান খুঁজতে ইন্টারনেটে ব্যাঙ্কের হেল্পলাইন নম্বর খুঁজে সেখানে যোগাযোগ করেন।আর সেখান থেকেই তার মোবাইলে ম্যাসেজ লিঙ্ক পাঠানো হয় এবং সেখানে ব্যাঙ্কের যাবতীয় তথ্য প্রদান করতে বলা হয়।সঙ্গে সঙ্গে কিছু বোঝা না গেলেও রাতে তিনি জানতে পারেন তার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে প্রথমে ২ লক্ষ ৩৭ হাজার এবং পরে ৩ লক্ষ ৬৯ হাজার টাকা।
ঘটনার পরের দিন তিনি ছুটে যান ব্যাঙ্কে পড়ে জলপাইগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ জানান।ব্যাঙ্কে গিয়ে তিনি জানতে পারেন সিমলার একটি অ্যাকাউন্টে উড়ে গিয়েছে তার টাকা।সাইবার সেলের তরফে আপাতত তদন্ত শুরু হয়েছে।
এই বিপুল পরিমাণ টাকা কি কারণে কেটে নেওয়া হল বা কোনও চক্র এর পেছনে রয়েছে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ী।গায়েব হওয়া ৬ লক্ষাধিক টাকা যাতে তিনি ফিরে পান পুলিশ যাতে সেই ব্যবস্থা করে তার দাবী জানান তিনি।