জামাইকে খুনের অভিযোগ শ্বশুরাড়ির বিরুদ্ধে

মালদা, ৯ ফেব্রুয়ারিঃ জামাইকে খুনের অভিযোগ উঠল শ্বশুরাড়ির বিরুদ্ধে।মৃতের নাম আনন্দ প্রামানিক(‌৪২)‌।তিনি মালদা থানার মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।


জানা গিয়েছে, আনন্দ প্রামানিক শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে ফারাক্কার তিলডাঙ্গা কেশবপুরে যান।এরপরই তাঁর দু’‌চোখ খুবলে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।শনিবার বিকেলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

মৃতার বৌদি গীতা প্রামানিক বলেন, ‌নৃশংসভাবে খুন করা হয়েছে।শ্বশুরবাড়ির লোকেরাই খুন করেছে।তবে শ্বশুরবাড়ির সদস্যরা কখনও বলছে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে কখনও বলছে ফাঁসী দিয়ে মৃত্যু হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *