রাজগঞ্জ, ১৩ ডিসেম্বরঃ আচমকা স্কুল ভিজিটে গিয়ে ক্লাস নিলেন রাজগঞ্জের নতুন বিডিও।নিজে যাচাই করে দেখলেন পড়ুয়ারা পড়া পারছে কিনা।রাজগঞ্জে মাত্র এক মাস হলো নতুন বিডিও হিসেবে যোগদান করেছেন প্রশান্ত বর্মন।এরই মধ্যে তিনি বিভিন্ন দপ্তরে আচমকা পরিদর্শন করছেন।
বুধবার আচমকা তিনি হাজির হন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে। সরাসরি শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করেন।এছাড়া স্কুলের মিড ডে মিল সহ পরিকাঠামোর খোঁজ নেন তিনি।
এছাড়াও এদিন রাজগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভিজিট করেন বিডিও।চিকিৎসক ও চিকিৎসা পরিষেবার কি অভাব রয়েছে সেব্যাপারে খোঁজ নেন।পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে কে বা কারা কাঠ রেখে ব্যবসা করছে তা দেখে তিনি ক্ষেপে যান। অবিলম্বে যাতে কাঠগুলি সরিয়ে নেওয়া হয় সেব্যাপারে তিনি রাজগঞ্জ থানাকে নির্দেশ দেন।
এই বিষয়ে বিডিও প্রশান্ত বর্মন বলেন, আমি যেহেতু রাজগঞ্জ ব্লকের একজন প্রশাসক, তাই দপ্তর সামলানোর পাশাপাশি ফিল্ডে ঘোরা কর্তব্য। সেকারণে বিভিন্ন সরকারি দপ্তর ভিজিট করা হচ্ছে।সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আমি প্রথমে একজন শিক্ষক ছিলাম। সেই শিক্ষকতা থেকেই শিক্ষা ও ছাত্র-ছাত্রীদের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। তাই এই স্কুলে এসে পঠন-পাঠনের খোঁজ নিলাম।