শিলিগুড়ি,২৪ ডিসেম্বরঃ বাজার ছেয়েছে এবার করোনা মডেলের কেকে।রাত পোহালেই বড়দিন, আর বড়দিন মানেই কেক খাওয়ার দিন। এবছর দেশজুড়ে রয়েছে করোনার থাবা,তাই মডেল কেকেও বাদ পড়েনি করোনা ভাইরাস। মার্কেটে কেকের দোকানে সকাল থেকেই ভিড়, রয়েছে বিভিন্ন ধরণের পেস্ট্রি,ফ্রুট কেক,ক্রিম কেক। তবে নজর কাড়ছে করোনার আদলে তৈরি কেকগুলি।
করোনা ভাইরাসের পাশাপাশি এর হাত থেকে মুক্তি থেকে যেসমস্ত প্রয়োজনীয় জিনিস রয়েছে যেমন মাস্ক, স্যানিটাইজার, সেসবও ফুটে উঠেছে কেকে।এক ব্যাবসায়ী অভিজিৎ পাল জানান, নতুন বছরে করোনা বিদায় নিক, একথা ভেবেই এই কেক তৈরি করা হয়েছে।