চলে গেলেন বলিউডের অভিনেতা ইরফান খান।মঙ্গলবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় ইরফান খানের।তড়িঘড়ি অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে।কোলনে সংক্রমণ নিয়ে আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে।বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় অভিনেতার।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড।
২০১৮ সালে ধরা পড়ে তাঁর নিউরোঅন্ডোক্রাইন টিউমার।এরপর লন্ডনে চলছিল তাঁর চিকিতসা।২০১৯ সালের ফেব্রুয়ারি এবং পরে সেপ্টেম্বরে লন্ডন থেকে দেশে ফেরেন ইরফান।এরপরই মুক্তি পায় তাঁর ছবি ‘আংরেজি মিডিয়াম’।যদিও এই ছবির প্রোমোশন করতে পারেননি তিনি।ট্রেলর রিলিজের সময় এক আবেগঘন বার্তা দিয়েছিলেন অভিনেতা।তিনি লিখেছিলেন , ‘‘নমস্কার ভাই-বোনেরা। আমি ইরফান। আপনাদের সাথে একপ্রকার রয়েছি আবার নেইও! ‘আংরেজি মিডিয়াম’ ছবিটি আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন, যেভাবে ভালবেসে ছবিটা তৈরি করেছি, ঠিক সেভাবেই এর প্রচার করতে চেয়েছিলাম।কিন্তু আমার শরীরে কিছু অতিথি এসে বাসা বেঁধেছে, যাকে একদম চাইনি।অগত্যা উপায় কী।”
এদিকে গত শনিবার মারা গিয়েছেন ইরফান খানের মা।ভিডিয়ো কলের মাধ্যমে মায়ের শেষ দর্শন সেরেছিলেন বলিউডের বিশিষ্ট অভিনেতা।