ফের নক্ষত্রপতন বলিউডে।মুম্বইয়ের হাসপাতালে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেলেন কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর।বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত ওঁদের মাতিয়ে রেখেছিলেন ঋষি।
দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ঋষি। বিদেশে এক টানা চিকিৎসার পর গত বছর দেশে ফেরেন তিনি।কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।সংবাদসংস্থার খবর, বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় এইচ এন এন রিলায়েন্স হাসপাতালে ফের ভর্তি করা হয় অভিনেতাকে।এরপর আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।ইরফান খানের মৃত্যু-শোক থেকে বেরোনোর আগেই ফের মৃত্যুর ছায়া ঘিরে ধরল বলিউডকে।
১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ করেন ঋষি।১৯৭৩ এ ‘ববি’তে দেশবাসীর মনে ঝড় তুলেছিলেন ঋষি।তাঁর শেষ ছবি হয়ে রইল ‘১০২ নটআউট’।