শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে ফের শিলিগুড়ি আদালতে পেশ করা হল।এদিন বিচারকের সামনে অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত।
জানা গিয়েছে, এদিন পুলিশ হেফাজত শেষে তৃতীয়বারের জন্য আদালতে পেশ করা হয় মহম্মদ আব্বাসকে।গোটা ঘটনায় তার অপরাধ স্বীকার করে।
আব্বাস জানান, আমার ভুল হয়েছে।আমি আমার ভুল স্বীকার করছি।আদালতে নিজের ভুল স্বীকার করে এর জন্য যে সাজা দেওয়া হবে তা মেনে নিতেও প্রস্তুত সে।নিজের মা বাবার সঙ্গে দেখা করারও আবেদন জানায় আব্বাস।এদিন অভিযুক্তের জামিনের জন্য আবেদন করা হলেও তা খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী পীযুষ কান্তি ঘোষ এবং সুস্মিতা বসু জানান, আজ বিচারকের সামনে নিজের ভুল স্বীকার করেছে অভিযুক্ত।তবে এভাবে অপরাধ স্বীকার করার আইনি প্রক্রিয়া বৈধ নয়।আব্বাস তাঁর পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে।আদালত তা বিচার করে দেখবে।আজ মহম্মদ আব্বাসকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।