খড়িবাড়ি, ১৯ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি আলুয়াবাড়ি রেলওয়ের অন্তর্গত অধিকারি স্টেশনে বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে অধিকারি স্টেশন মাস্টারকে স্মারকলিপি প্রদান করল বিজেপি কিষাণ মোর্চার রানীগঞ্জ বিন্নাবাড়ি মন্ডলের সদস্যরা।
জানা গিয়েছে, এদিনের স্মারকলিপির মাধ্যমে অধিকারি স্টেশনে ফুটব্রিজ নির্মাণ, ইন্টারসিটি এক্সপ্রেস এবং বালুরঘাট এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, কলকাতা এবং দিল্লিগামী ট্রেন চলাচলের ব্যবস্থা, নতুন প্ল্যাটফর্ম নির্মাণ সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
এদিনের কর্মসূচিতে বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার গণেশ চন্দ্র দেবনাথ, জেলা সম্পাদক দিলীপ বারোই, কিষাণ মোর্চার জেলা সভাপতি স্বপন বর্মন, কিষাণ মোর্চা মন্ডলের সভাপতি সঞ্জয় কুমার মন্ডল সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।