শিলিগুড়ি, ২৫ জুলাইঃ বাগডোগরায় সালিশি সভায় আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করলো পুলিশ।
১৯ জুলাই ভুজিয়াপানি এলাকায় দুই মহিলার মধ্যে ঝামেলা ও হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঝামেলা মেটাতে গিয়েছিলেন আরেক আদিবাসি মহিলা। পরেরদিন ঘটনা নিয়ে সালিশি সভায় সেই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। মহিলা অভিযোগ করেন যে তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয়েছিল। যদিও পুলিশের কাছে লিখিত অভিযোগে বিবস্ত্র করে মারার কথা জানাননি তিনি। পুলিশের কাছে লিখিতভাবে মারধর ও কয়েকজন ব্যক্তি তাঁর শরীরে হাত দেয় বলে অভিযোগ করেছেন মহিলা।
এদিকে ঝামেলার ঘটনায় পালটা আরেক পক্ষের তরফেও থানায় অভিযোগ দায়ের হয়। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে বাগডোগরা থানার পুলিশ প্রদীপ সরকার, গৌরি সরকার, ললিতা বাল্মিকী ও শিবা বাল্মিকী নামে চারজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার মহিলার সঙ্গে দেখা করেন ডুয়ার্স তরাই আদিবাসী মহিলা সংগঠন।সংগঠনের প্রতিষ্ঠাতা বিনিতা কুজুর টেটে জানান, ঘটনা নিন্দনীয় এবং এই ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি জানান তিনি।