শিলিগুড়ি,২৬ জুলাইঃ বাগডোগরায় সালিশি সভায় আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগের ঘটনায় নাম না করে বিজেপিকে কটাক্ষ করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বাগডোগরায় গিয়ে নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেন পাপিয়া ঘোষ।এছাড়াও এলাকাবাসীদের সঙ্গেও কথা বলেন তিনি।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপিয়া ঘোষ বলেন, পারিবারিক এক ঘটনা ঘটেছে।এটি এক ঘৃণ্য ঘটনা। এই ঘটনাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মণিপুরের ঘটনাকে আড়াল করতে এক রাজনৈতিক দল এটি করছে।পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।ইতিমধ্যেই চারজনকে গ্রেফতারও করা হয়েছে।বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্টও পাঠানো হবে।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই ভুজিয়াপানি এলাকায় দুই মহিলার মধ্যে ঝামেলা ও হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঝামেলা মেটাতে গিয়েছিলেন আরেক আদিবাসি মহিলা। পরেরদিন ঘটনা নিয়ে সালিশি সভায় সেই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। মহিলা অভিযোগ করেন যে তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয়েছিল। যদিও পুলিশের কাছে লিখিত অভিযোগে বিবস্ত্র করে মারার কথা জানাননি তিনি। পুলিশের কাছে লিখিতভাবে মারধর ও কয়েকজন ব্যক্তি তাঁর শরীরে হাত দেয় বলে অভিযোগ করেছেন মহিলা।এদিকে ঝামেলার ঘটনায় পালটা আরেক পক্ষের তরফেও থানায় অভিযোগ দায়ের হয়। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে বাগডোগরা থানার পুলিশ প্রদীপ সরকার, গৌরি সরকার, ললিতা বাল্মিকী ও শিবা বাল্মিকী নামে চারজনকে গ্রেফতার করেছে।
