শিলিগুড়ি টাউন স্টেশনে পুনরায় আরপিএফ ক্যাম্প বসানোর দাবীতে স্মারকলিপি প্রদান

শিলিগুড়ি, ১০ মার্চঃ শিলিগুড়ি টাউন স্টেশনে পুনরায় আরপিএফ ক্যাম্প বসানোর দাবীতে রেল আধিকারিককে স্মারকলিপি প্রদান করল ভারতীয় রেলওয়ে মজদুর সংঘ ও ভারতীয় মজদুর সংঘ।


শিলিগুড়ি টাউন স্টেশন মহিলা দ্বারা পরিচালিত।ঐতিহ্যবাহী স্টেশনটি মহিলা দ্বারা পরিচালিত হলেও নিরাপত্তা রয়েছে ঢিলেঢালা।এই স্টেশনে একসময়ে আরপিএফ ক্যাম্প থাকলেও তা এখন ইতিহাস।

এরফলে অসামাজিক কার্যকলাপ ক্রমশ বেড়েই চলেছে স্টেশন চত্বর এলাকায়।অবিলম্বে পুনরায় আরপিএফ ক্যাম্প বসানোর দাবি জানিয়ে বুধবার রেলের এডিআরএম কে স্মারকলিপি দিল ভারতীয় রেলওয়ে মজদুর সংঘ ও ভারতীয় মজদুর সংঘ।দ্রুত তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *