রায়গঞ্জ, ১৫ জুনঃ সরষের তেলে ভেজাল মেশানোর সন্দেহে কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল এলাকার একটি তেল মিলে হানা দিল রায়গঞ্জ জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
সূত্রের খবর, এদিন স্থানীয় থানার সহযোগিতায় জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিএসপি প্রসাদ প্রধান ও কালিয়াগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত ডিএসপি (সদর) গোবিন্দ শিকদারের নেতৃত্বে বড়ালের এই মিলে অভিযান চালানো হয়।
এই মিল থেকে ভেজাল সন্দেহে ২৫১ টিন সরষের তেল বাজেয়াপ্ত করে কালিয়াগঞ্জ থানায় পুলিশ।এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। পাশাপশি সিল করে দেওয়া হয় তেল মিল।
জানা গিয়েছে, এই মিলে বিভিন্ন নামের ৫ লিটার তেলের প্লাস্টিক জার পায় পুলিশ। যা দেখেই পুলিশের সন্দেহ দৃঢ় হয়।ইতিমধ্যেই জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখার অভিযোগের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাজেয়াপ্ত সরষের তেল ভেজাল কি না, তা জানার জন্য নমুনা সরকারি ল্যাবেটরিতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।