শিলিগুড়ি, ১৯ জুনঃ পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য খারাপ খবর।পাহাড়ে বন্ধ করা হল অ্যাডভেঞ্চার ট্যুরিজম। পাহাড়ে এলেও প্যারাগ্লাইডিং, রাফটিং এর মত অ্যাডভেঞ্চার স্পোর্টসের আনন্দ উপভোগ করতে পারবেন না পর্যটকেরা।গত ১৫ জুন থেকে বন্ধ করা হয়েছে সমস্তরকম অ্যাডভেঞ্চার স্পোর্টস।প্রায় ৩ মাস অর্থাৎ আগামী ১৫ সেপ্টেম্বর অবধি তা বন্ধ থাকবে।এমনটাই জানিয়েছেন GTA এর পর্যটন দপ্তরের অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের চিফ কো-অর্ডিনেটর দাওয়া শেরপা।
পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু প্যারাগ্লাইডিং, রাফটিং সহ পাহাড়ের অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলি।
তবে ইতিমধ্যেই বর্ষা শুরু হয়েছে।পাহাড়ে লাগাতার হচ্ছে বৃষ্টি।তিস্তা নদীর জলস্তরও অনেকটাই বেড়েছে।এই অবস্থায় পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রত্যেক বছরের মত এবছরও তিন মাসের জন্য বন্ধ করা হল GTA এলাকায় অ্যাডভেঞ্চার ট্যুরিজম।