করোনা আক্রান্ত ডাক্তাররা, ডাক্তার চেয়ে চিঠি ও বিজ্ঞপ্তি

শিলিগুড়ি, ৬ জুনঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মাটিগাড়ার কোভিড হাসপাতালের একাধিক চিকিৎসক ও ল্যাব টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত। চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে এবার বিজ্ঞাপন দিয়ে চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্যদপ্তরের।


জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য জানান, আপাতত ৮ জন চিকিৎসক নেওয়া হবে। বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আবেদনপত্র জমা কতোটা পড়ে তা দেখার। পাশপাশি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকেও ডাক্তাদের নিয়ে এসে করোনার চিকিৎসা চালানো হবে বলে জানিয়েছেন তিনি। কর্মরত সমস্ত চিকিৎসককে করোনা রোগীদের চিকিৎসার সময় আরও কীভাবে সুরক্ষাবিধি মানা যায় তা নিয়ে ট্রেনিং হবে।

ইতিমধ্যেই মেডিক্যাল কলেজ ও কোভিড হাসপাতালের একাধিক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। কোভিড হাসপাতাল থেকে ছুটি পেলেও পরবর্তীতে প্রায় ১৪ দিন এই চিকিৎসকদের হোম কোয়ারান্টিনে থাকতে হবে। যেকারণেই চিকিৎসা পরিষেবায় ঘাটতি হতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের। ইতিমধ্যেই পুরো বিষয়টি স্বাস্থ্যদপ্তরকে জানানোও হয়েছে। তবে একদিকে যেমন চিকিৎসকেরা করোনায় আক্রান্ত হওয়ায় সমস্যা বেড়েছে তেমনি ল্যাব টেকনোলজিস্টরাও করোনা আক্রান্ত হওয়ায় নানা সমস্যা দেখা দিয়েছে। এখনো প্রায় বাইরে থেকে ১৫-১৬ জন টেকনোলজিস্ট নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। মেডিক্যাল কলেজ ও কোভিড হাসপাতালে তাদের নিয়োগ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibombaywin girişmatadorbet giriş