আলিপুরদুয়ার,১১ মেঃ দুটি মাথা এবং চার চোখ বিশিষ্ট অদ্ভুত দর্শন সদ্যোজাত বাছুরকে দেখতে ভিড় আলিপুরদুয়ারের ফালাকাটার ক্ষীরেরকোর্ট এলাকায়।মঙ্গলবার দুপুরে বাছুরটিকে দেখতে এলাকায় ভিড় জমান প্রচুর মামুষ।
জানা গিয়েছে, বাছুরটির দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক হলেও, জন্মের পর দেখা যায় তার দুটি মাথা ও চারটি চোখ।ধূপধুনো দিয়ে কুসংস্কারের বশে শুরু হয় পুজোর হিড়িক।
তবে প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা জানান, অনেক সময়েই জন্মগত ত্রুটি ও জিনগত কারনে দুটি মাথা নিয়ে জন্ম হয় গরুর বাছুরের।কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই জন্মের পর তারা বেশিদিন বাঁচে না।