শিলিগুড়ি, ২৩ আগস্টঃ আতঙ্কের ছাপ চোখমুখে।বাড়ি ফিরতেই যেন কিছুটা স্বস্তি মিললো।প্রাণে বেঁচে ফিরতে পারবেন কিনা তা নিয়েও চিন্তায় ছিলেন।গত সপ্তাহ থেকে আফিগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে।
দার্জিলিং জেলার প্রায় ২০০ জন বাসিন্দা আফিগানিস্তানে আটকে ছিলেন।তাঁদেরও ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে।সোমবার সকাল থেকে শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে নামেন অনেকে।
দীর্ঘদিন কাবুলে নিরাপত্তারক্ষীর কাজ করতেন দার্জিলিংয়ের বাসিন্দা রাজেশ থাপা।বিমানবন্দরে নেমে বলেন, “সরকার যেভাবে সেখান থেকে আমাদের নিয়ে এসেছে আমরা কৃতজ্ঞ।আর কয়েকদিন থাকলে হয়তো মরে যেতাম।বায়ুসেনার জন্য দেশে ফিরতে পেরেছি।আফিগানিস্তানে সকলে ভয়ে রয়েছেন।সেখান থেকে পালিয়ে আসতে চাইছেন।অস্ত্র নিয়ে ঘুরছে তালিবান।গুলি চালাচ্ছে যেখানে সেখানে।গুলি যে কারোর লাগতে পারে”।