শিলিগুড়ি,১৮ আগস্টঃ তালিবানের দখলে আফগানিস্তান।সেখানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ফেরাতে ইতিমধ্যেই চেষ্টা চালাচ্ছে ভারত সরকার।
আফগানিস্তানে দার্জিলিং, কালিম্পং জেলার প্রায় ২০০ জনের উপরে লোকজন সেখানে আটকে আছে বলে জানা গিয়েছে।ইতিমধ্যেই তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন।কর্মসূত্রে দার্জিলিং জেলার অনেকেই আফগানিস্তানে রয়েছেন।সেখান থেকে তাঁদের ফেরানোর চিন্তাভাবনা চলছে।বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, দার্জিলিং, তরাইয়ের কিছু মানুষ আফগানিস্তানে আটকে রয়েছেন।তা নিয়ে মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলছে।তাঁদের দেশে ফেরানো উচিত।রাজ্যে সুরক্ষিতভাবে তাঁদের ফিরিয়ে আনতে হবে।
অন্যদিকে দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম জানান, দার্জিলিং জেলার প্রায় ২০০ জন আফগানিস্তানে আটকে রয়েছে।তাঁদের ব্যাপারে তথ্য সংগ্রহ করার কাজ চলছে।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, ভারতের একজন মানুষও আফগানিস্তানে আটকে থাকলে ভারত সরকার তাঁদের ফেরানোর ব্যবস্থা করবে।যারা রয়েছে তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে।সাহস জোগানো হচ্ছে।