রাজগঞ্জ, ২৭ জুলাইঃ আগাছানাশক বিষ ছিটিয়ে চাষের ফসল নষ্ট করার অভিযোগ।ঘটনায় মাথায় হাত কৃষকের।রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সীতাগুড়ি এলাকার ঘটনা।
একদিকে যখন বাজারে সবজির দামে আগুন। বাজারে সবজি কিনতে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্ত পরিবারগুলির।ঠিক সেই সময় সীতাগুড়ি গ্রামের বাসিন্দা কৃষক রাশিদুল হকের অভিযোগ,কেউ বা কারা আগাছানাশক বিষ দিয়ে তার বেগুন ক্ষেত নষ্ট করেছে।
রাশিদুল হক জানান, তিনি দুই বিঘা জমিতে বেগুন ও ঢেড়শ চাষ করেছিলেন।রাতের অন্ধকারে কেউ বা কারা আগাছানাশক ওষুধ দিয়ে সমস্ত বেগুন ক্ষেত নষ্ট করে দিয়েছে। কিছুদিন আগেও ঢেড়শ চাষের জমিতে এই বিষ দেওয়া হয়েছিল।গতকাল রাতে ফের বেগুন ক্ষেতে এই বিষ ছিটিয়ে দেওয়ার ঘটনাটি ঘটেছে।সব মিলিয়ে প্রায় ৪০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।