আগামী ১৩ জানুয়ারি বৈকুন্ঠপুর গভীর জঙ্গলে আয়োজিত হবে বনদূর্গার পূজা, জোরকদমে চলছে প্রস্তুতি

শিলিগুড়ি, ১০ জানুয়ারিঃ আগামী সোমবার পৌষ-পূর্ণিমায় হতে চলেছে বনদূর্গার পূজা।তার আগে জোরকদমে চলছে প্রস্তুতি।


এবছর বনদূর্গা পূজা ৪৪ তম বর্ষে পদার্পণ করছে।রাজগঞ্জের ফাঁড়াবাড়ির অদূরে বৈকুন্ঠপুর গভীর জঙ্গলে বনদূর্গার পূজা হয়।কথিত আছে, দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতিবিজড়িত স্থানটি দিল্লিভিটা চাঁদের খাল নামে পরিচিত।সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ‘দেবী চৌধুরানী’উপন্যাসেও এই স্থানের কথা উল্লেখ করেছেন।

বহু বছর আগে স্থানীয়রা এখানে ঠুনঠুনিয়া মায়ের নামে পুজো করতো।একটা সময় এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ ওই বনে ভিড় করতেন।এখন সেটি বনদুর্গার পুজো নামেই পরিচিত।বর্তমানে বৈকুণ্ঠপুরের জঙ্গলের মাঝে স্থায়ী মন্দিরে বিশেষ রীতি মেনে বনদুর্গা পূজিত হয়।শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই পুজোয় আসেন।পুজোর দুদিন বাড়তি নজরদারি থাকবে প্রশাসনের।


এই বিষয়ে বনদুর্গা পুজো কমিটির সম্পাদক রাজু সাহা বলেন, এবছর বনদূর্গার পুজো ৪৪তম বর্ষে প্রদাপন করছে। প্রতিবছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে গভীর রাতে বনদুর্গার পূজো হয়ে আসছে।তার শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে।কোভিডের জন্য কয়েকবছর দিনে পূজো হলেও গতবছর থেকে রাতে পূজো করা হচ্ছে।প্রশাসনের সবরকম নিয়ম মেনেই এই পুজো করা হবে।এবারের পুজোতেও সাধারণ মানুষকে আসার আমন্ত্রণ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişholiganbetonwin girişJOJO BETgrandpashabetbahsegel girişcasino sitelericasibombets10casibomonwincasibom giriş