শিলিগুড়ি,১৯ এপ্রিলঃ জাতীয় শক্তি সংঘ ও উত্তরের অভিযানের তরফে আগামী ২৩ এপ্রিল মেগা রক্তদান শিবির আয়োজিত হতে চলেছে।শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের শ্রীগুরু বিদ্যামন্দির ময়দানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হবে।
তীব্র দাবদাহে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সঙ্কট দেখা গিয়েছে।সেই বিষয়টি মাথায় রেখেই ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মণের সহযোগিতায় এবং জাতীয় শক্তি সংঘ ও উত্তরের অভিযানের তরফে এই রক্তদান শিবিরের আয়োজন।এই শিবিরে ৬০০ ইউনিট রক্তসংগ্রহের লক্ষ্য রাখা হয়েছে।এছাড়াও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে ৪টি বেডও দেওয়া হবে বলে জানা গিয়েছে।পাশাপাশি ওয়ার্ডে যোগাসন প্রতিযোগিতারও আয়োজন করা হবে।বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃতও করা হবে। বুধবার একটি সাংবাদিক বৈঠক করে বিষয়গুলি জানান ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মণ।
