করোনা আবহে পিছিয়ে গেল মাধ্যমিক।পরীক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে ২০২১ এর জুন মাসে মাধ্যমিক পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করল মধ্যশিক্ষা পর্ষদ।এছাড়াও পিছিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও।মাধ্যমিক শেষ হলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকার সূত্রে খবর, আগামী বছরের জুন-জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে চেয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠায় মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই প্রস্তাবে রাজ্য সরকার সায় দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়বিস্তারিত সূচি পরে ঘোষণা করবে সংসদ এবং পর্ষদ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
(ছবি সৌজন্যে ইন্টারনেট)