আগামীকাল ঢাকেশ্বরী কালীমন্দির ময়দানে জনসভা শমিক ভট্টাচার্যের, প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক

শিলিগুড়ি, ৯ জানুয়ারিঃ ডাবগ্রাম–ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালীমন্দির ময়দানে জনসভা করবেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। শুক্রবার সভাস্থল পরিদর্শন করলেন ডাবগ্রাম–ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী।


এদিন সমস্ত দিক খতিয়ে দেখেন বিধায়ক।পাশাপাশি আয়োজকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশও দেন।‘পরিবর্তন সংকল্প সভা’র মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিজেপির বার্তা তুলে ধরবেন তিনি।আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী ও নেতৃত্বদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে খবর।

জনসভাকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের পারদ চড়ছে।শনিবারের এই সভায় বিপুল সংখ্যক মানুষের জমায়েত হতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *