আগামীকাল পাহাড়ে বনধ স্থগিত- জানালেন বিনয় তামাং

শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ মঙ্গলবার শিলিগুড়ির সভা থেকে বনধ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এই হুঁশিয়ারির পরই আগামীকাল পাহাড়ে বনধ স্থগিত রাখলেন জিটিএ বিরোধীরা।সাধারণ মানুষের স্বার্থেই বনধ স্থগিত রাখা হয়েছে এমনটাই জানিয়েছেন বিনয় তামাংরা।


প্রসঙ্গত, বিধানসভায় রাজ্যভাগের বিরুদ্ধে প্রস্তাব পাশ হওয়ার বিরোধিতা করে আগামী ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে বন্ধের ডাক দিয়েছিল জিটিএ বিরোধীরা।এই নিয়ে গতকাল দার্জিলিংয়ের ভানুভবনে প্রতিকি অনশনে বসেন তারা।

এদিকে আগামীকাল থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।এই সময়ে পাহাড়ের অশান্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।এরপর মঙ্গলবার শিলিগুড়ির সভামঞ্চ থেকে মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দেন ‘কোন বনধ হবে না’।মমতা ব্যানার্জি বলেন, বনধ করলে আমরা সমর্থন করবো না।কেউ যদি বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যায় তাহলে গভর্মেন্ট তাকে রেয়াত করবে না।


এরপরই বনধ স্থগিত রাখার সিন্ধান্ত নেওয়া হয়।এই নিয়ে বিনয় তামাং বলেন, আমাদের তরফে বনধ করার আবেদন করা হয়েছিল।তবে সাধারণ মানুষের কথা ভেবেই আগামীকাল বনধ স্থগিত রাখা হয়েছে।   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişholiganbetJOJO BETgrandpashabetbahsegel girişcasino siteleribets10casibomcasibom girişcasibom giriscasibomonwingrandpashabet giriş