দুর্গোৎসবকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো, আগামীকাল শিলিগুড়িতে শোভাযাত্রা তৃণমূলের

শিলিগুড়ি, ২১ আগস্টঃ বাঙালির ঐতিহ্যবাহী দুর্গোৎসবকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।দুর্গোৎসব ইউনেস্কোর স্বীকৃতি লাভ উপলক্ষে আগামীকাল অর্থাৎ ২২শে আগস্ট রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাড়ম্বরে দিনটি উদযাপন করা হবে।আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।


জানা গিয়েছে, সোমবার সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মহাত্মাগান্ধী মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হবে।পাঁচটি ট্যাবলো ও ৫০টি ঢাক শোভাযাত্রায় অংশগ্রহণ করবে।

এদিন পাপিয়া ঘোষ বলেন, বিশ্বের দরবারে স্থান পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো।এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যব্যাপী দিনটি পালন করা হবে।মেয়র গৌতম দেবের নেতৃত্বে ছাত্র যুব রাজ্য নেতৃত্বরা থাকবে এই শোভাযাত্রায়।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *