শিলিগুড়িঃ দীর্ঘ প্রতিক্ষার পর শুক্রবার থেকে মাটিগাড়ার বালাসন সেতুর উপরে বেইলি ব্রিজ দিয়ে যান চলাচল শুরু হবে। অক্টোবরে বৃষ্টির জেরে বালাসন সেতু বসে পড়ে। এরপরই সেখানে বেইলি ব্রিজ তৈরির কাজ শুরু হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন পুলিশ কমিশনার গৌরব শর্মা। জানান, শুক্রবার ১২ টা থেকে বেইলি ব্রিজ দিয়ে চলাচল শুরু হবে। তবে বড় বাস, পণ্যবাহী ট্রাক, আর্মি ট্রাক, ডাম্পার, জেসিবি যেতে পারবে না বেইলি ব্রিজ দিয়ে।
শুধুমাত্র ছোট গাড়ি, অটো, বাইক যেতে পারবে। যান চলাচলের উপর নজরদারি রাখতে সেখানে পুলিশ মোতায়েন থাকবে বলেও জানা গিয়েছে।