শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ আগামী ১৫ই ডিসেম্বর থেকে শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডে শুরু হচ্ছে ওয়ার্ড উৎসব। শনিবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানালেন ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সাহা।
জানা গিয়েছে, আগামীকাল বিকেল পাঁচটায় ব্যাটমিন্টন প্রতিযোগিতা ও ক্যারাম প্রতিযোগিতার মধ্য দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা হবে।ওয়ার্ড উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকবেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনও করা হবে।
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনও করা হবে।এদিন প্রত্যেক ওয়ার্ডবাসীকে এই উৎসবে সামিল হওয়ার আবেদন জানান কাউন্সিলর জয়ন্ত সাহা।