শিলিগুড়ি, ৩১ আগস্টঃ দুর্গাপুজো বিশেষ স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর কাছে।ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর রাজ্যের জেলায় জেলায় শোভাযাত্রার আয়োজন হচ্ছে।সেই শোভাযাত্রার আয়োজন শুনলে রীতিমতো চমকে যাবেন।
আবহাওয়া ঠিক থাকলে বৃহস্পতিবার শিলিগুড়িতে শোভযাত্রায় প্রায় ২০ হাজার মানুষ পা মেলাতে পারে বলেই জানা গিয়েছে।প্রায় ১৪ হাজার মানুষের জন্য তৈরি হচ্ছে খাবারের প্যাকেট।শিলিগুড়ির তরাই স্কুলের মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রা শেষ হবে বাঘাযতীন পার্কে।
১৪ হাজার খাবারের প্যাকেট সকলের হাতে তুলে দেওয়া হবে।টিফিনে দুই ধরনের কেক, জুস, কাজু বরফি ও জলের বোতল দেওয়া হবে।আর এই ১৪ হাজার ফুড প্যাকেট বানাতে এখন দিনরাত এক করে ৪৫ জন কাজ করছেন।কয়েকদিন ধরেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই প্যাকেট তৈরির কাজ চলছে।বুধবার সকাল থেকে প্যাকেৎগুলিতে কেক, জুস ভরার কাজ জোরকদমে চলেছে।
বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ শোভযাত্রাটি বের হবে।যেখানে বিভিন্ন মহলের মানুষ পা মেলাবেন।
Khub darun beper