আগের রায় বহাল কোর্টে।পুষ্পাঞ্জলি, সন্ধি পুজো ও সিঁদূর খেলায় কোনও ছাড় দিল না কলকাতা হাইকোর্ট। তবে রায় পুনর্বিবেচনা করে ঢাকিদের নো এন্ট্রি জোনের ভেতরে ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে।বড় পুজোয় সদস্যের উপস্থিতির সংখ্যাও বাড়িয়ে ৬০ করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার কলকাতা হাইকোর্টের এই পুজো-রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে গতকাল হাইকোর্টের দ্বারস্থ হয় ফোরাম ফর দুর্গোৎসব। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে পুজো উদ্যোক্তাদের ফোরাম। বুধবার সেই মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।হাইকোর্ট আগের রায় পুনর্বিবেচনা করে জানায়, নো এন্ট্রি জোনের ভিতরে ও মণ্ডপের বাইরে কয়েকজন ঢাকি শুধু উপস্থিত থাকতে পারবেন। এছাড়া উদ্যোক্তাদের মণ্ডপে ঢোকার ক্ষেত্রে আগে ২৫ জনের নামের তালিকা দিতে বলা হয়েছিল। সেই তালিকা এখন প্রতিদিন সকাল বেলায় পুলিশকে দিতে হবে এবং বড় পুজোর ক্ষেত্রে ৬০ জনের নামের তালিকা দেওয়া যাবে।তবে ৬০ জনের তালিকা হলেও একসঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ ৪৫ জন।এছাড়াও সিঁদুর খেলা, অঞ্জলির জন্য পর্যায়ক্রমে মণ্ডপে ঢোকার যে আবেদন করা হয়েছিল ফোরামের তরফে তা খারিজ করে দিয়েছে আদালত।