শিলিগুড়ি,২১ ডিসেম্বরঃ ভুয়ো কাগজ দেখিয়ে ক্রেতার কাছ থেকে অগ্রিম ৮৫ লক্ষ টাকা নিয়ে জমি বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম সন্দীপ কুমার গুপ্তা।
সূত্রের খবর, ঝিলমিল প্রাইভেট লিমিটেড এর বেলা আগরওয়াল খালপাড়ার ব্যবসায়ী সন্দীপ কুমার গুপ্তা ও পঙ্কজ কুমার গুপ্তা এই দুই ভাইয়ের সঙ্গে একটি জমি কেনার বিষয়ে কথা বলেন।অভিযোগ,সন্দীপ ও পঙ্কজ এই দুই ভাই ওই জমিটিকে নিজেদের বলে ৮৫ লক্ষ টাকা অগ্রিম নেন এবং জমির ভুয়ো কাগজ দেন।কিন্তু এরপর বেলা আগরওয়াল জমির কাগজপত্রগুলি পরীক্ষা করে দেখেন যে সেগুলি আসলে ভুয়ো।এরপরই গত ২৯ আগস্ট এই বিষয়ে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে গত ১৪ সেপ্টেম্বর পঙ্কজ কুমার গুপ্তাকে গ্রেফতার করে পুলিশ।যদিও পরবর্তীতে জামিন পান পঙ্কজ কুমার গুপ্তা।তবে সন্দীপ কুমার গুপ্তা এতোদিন পলাতক ছিলেন।অবশেষে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় এনজেপি থানা অন্তর্গত এলাকা থেকে সন্দীপ কুমার গুপ্তাকে গ্রেফতার করে পুলিশ।বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন বাতিল করে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।