বিধাননগর, ৮ আগস্টঃ দেশি পিস্তল ও ২ রাউন্ড তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ।ধৃতের নাম মহম্মদ মাহমুদউল্লাহ(২৫)।
জানা গিয়েছে, শনিবার রাতে সাপটিগুড়ি এলাকায় পেট্রোলিং করার সময় এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের।পুলিশ দেখে যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।সেইসময় তাড়া করে যুবককে আটক করে পুলিশ।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১টি দেশি পিস্তল ও ২টি তাজা কার্তুজ।এরপরই যুবককে গ্রেফতার করা হয়।রবিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।