শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ বন্যপ্রাণী শিকারের লক্ষ্যে মজুত করা হয়েছিল আগ্নেয়াস্ত্র।তবে শিকারের ছক বানচাল করলো বৈকুন্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ আরও এক চোরা শিকারিকে গ্রেফতার করা হয়।ধৃতের নাম অঞ্জন মিশ্রা।
প্রসঙ্গত, কিছুদিন আগে শিলিগুড়ি সংলগ্ন নেপালী বস্তি এলাকা থেকে কৃষ্ণ ছেত্রী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বনকর্মীরা।ধৃতের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, তীর-ধনুক, ময়ূর এবং কচ্ছপের খোল।ধৃত কৃষ্ণ ছেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, সে বিভিন্ন জঙ্গল থেকে বন্য জীবজন্তু শিকার করে কাঁচা মাংস বাজার সহ বিভিন্ন জায়গায় বিক্রি করতো।
বনদপ্তর সূত্রে খবর, ধৃত কৃষ্ণ ছেত্রীকে জিজ্ঞাসাবাদ করে অঞ্জন মিশ্রা সহ আরও দুজনের নাম সামনে আসে।এরপরই বৃহস্পতিবার গভীর রাতে পৃথক তিনটি জায়গায় অভিযান চালানো হয়।তবে বাকি দুজন ধড়া না পড়লেও খোলাচাঁদ ফাঁপড়ি এলাকা থেকে অঞ্জন মিশ্রাকে গ্রেফতার করে বনকর্মীরা।তার হেফাজত থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এবং আলেকজেন্দ্রিয়া প্যারাকিট প্রজাতির একটি টিয়া পাখি।
ধৃত অঞ্জন মিশ্রাকে জেরা করে ইতিমধ্যেই আরও বেশকিছু নাম সামনে এসেছে।সেই সূত্র ধরে আগামীতে ফের অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বনদপ্তরের আধিকারিকেরা।ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।