শিলিগুড়ি, ২৫ জানুয়ারিঃ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মানসিক ভারসাম্যহীন এক মহিলার।মঙ্গলবার শিবমন্দিরের আমতলায় মানসিক ভারসাম্যহীন মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।মৃতার নাম স্মৃতি রায়।গোঁসাইপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে গায়ে কেরসিন তেল ঢেলে নিজেই অগ্নিদগ্ধ হন।মৃতার স্বামী জানান, কয়েকদিন ধরে মরে যাওয়ার কথা বলছিল।মানসিকভাবে অসুস্থতার জেরেই এই ঘটনা ঘটেছে।
ঘটনার পর মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।