শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ শনিবার সকালে শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডের ধর্মনগর এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আজ এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এদিন ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি।এরপর কাউন্সিলর সঞ্জয় পাঠকের সঙ্গে কথা বলেন মেয়র।
এদিন মেয়র বলেন, অগ্নিকান্ডের ঘটনায় বহু বাড়ি পুড়ে গিয়েছে।গতকাল আমি শহরের বাইরে ছিলাম।তবে ডেপুটি মেয়র ও কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছেছিলেন।এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সাহায্যের জন্য জেলাশাসকের সঙ্গে বৈঠক করা হবে।যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করা হবে।
