রাজগঞ্জ, ২৮ ডিসেম্বরঃ রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আদর্শপল্লী সংলগ্ন কামাত পাড়ায় একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা।ভস্মীভূত দুটি ঘর সহ আসবাবপত্র ও প্রয়োজনীয় সমস্ত নথী।
জানা গিয়েছে, শুক্রবার রাতে কামাতপাড়ার বাসিন্দা নির্মল সিং পরিবারের সদস্যদের নিয়ে এক আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়েছিলেন।৭টা নাগাদ বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা নজরে আসে প্রতিবেশীদের।আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন স্থানীয়রাই।যদিও আগুনে ঘরে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়।দিনমজুর নির্মল সিংয়ের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।আগুনে ঘর সহ সমস্ত কিছু পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন তিনি।
এদিন বাড়ির গৃহকর্তী রসবালা সিং জানান, আগুনে সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে।কোনো কিছুই অবশিষ্ট নেই। সামান্য শ্রমিকের কাজ করে আমাদের সংসার চলে।সরকারিভাবে কোন সাহায্য পেলে উপকৃত হব বলে জানান তিনি।