রাজগঞ্জ, ২১ আগস্টঃ শনিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের জেরে পুড়ে ছাই রাজগঞ্জ বাজারের একটি কাপড়ের গোডাউন।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।
জানা গিয়েছে, রাজগঞ্জ বাজারের মধ্যে স্থায়ী দোকানপাট গড়ে ওঠায় বাজারটি ঘিঞ্জি হয়ে গিয়েছে।বাজারের মধ্যেই রয়েছে একটি কাপড়ের গোডাউন।ওই গোডাউনে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা কাপড় রাখেন।শনিবার রাতে সেই গোডাউনে আগুন লাগে।স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান।এরপর জলপাইগুড়ি ও ফুলবাড়ি থেকে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।তবে ততক্ষণ প্রায় সব পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও বিডিও পঙ্কজ কোনার।তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেন।
ব্যবসায়ীরা বলেন, প্রায় ১০০ জন ব্যবসায়ী ওই গোডাউনে কাপড় রাখেন।প্রায় প্রত্যেকেই পুজোর জন্য কাপড় তুলেছিলেন।কিন্তু এদিনের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেল।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।তবে আগুন কিভাবে লাগল তা বুঝতে পারছি না।গোডাউনে বিদ্যুৎ সংযোগ নেই।রাতে মালপত্র রাখার সময় মোমবাতি জ্বালানো হয়।সেই মোমবাতি থেকেও আগুন লাগতে পারে।অনেক ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে, বাড়ির সোনার অলঙ্কার রেখে ব্যবসার জন্য কাপড় কিনেছিলেন।এই পরিস্থিতিতে সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়া না হলে উঠে দাঁড়ানোর উপায় থাকবে না।তাই ক্ষতিপূরণের দাবি তোলেন ব্যবসায়ীরা।