রাজগঞ্জের তালমায় গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত দুটি দোকান

রাজগঞ্জ, ১০ জুলাইঃ গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত দুটি দোকান।ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জে।মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি রাজ্য সড়কের রাজগঞ্জের তালমা মোড় এলাকায়।আগুনে পুড়ে গিয়েছে একটি মিষ্টির দোকান ও বাইকের গ্যারেজ।  


জানা গিয়েছে, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান মিষ্টির দোকানে ও বাইকের গ্যারেজ দোকানের মালিক।রাত একটা নাগাদ খবর পান তাদের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনী ও রাজগঞ্জ থানার পুলিশকে।

স্থানীয় ও দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।দুটি দোকান মিলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।কি করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibomOnwin