রাজগঞ্জ ৭ এপ্রিলঃ আগুনে ভস্মীভূত হয়েছে একটি বাড়ি।পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, রবিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের জলডুমুর পাড়ায় আতিয়া বর্মনের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তাদের ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র, পোশাক, খাদ্যসামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে যায়।
আজ সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছান বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য আধিকারিকরা।পরিবারটিকে নগদ অর্থ, ত্রিপল এবং প্রয়োজনীয় নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
পঞ্চায়েত কর্তৃপক্ষ জানায়, আপৎকালীন এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর একটি ছোট প্রচেষ্টা।ক্ষতিগ্রস্ত পরিবারটির নতুন ঘরের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।