রাজগঞ্জ, ২১ মেঃ রাজগঞ্জের ভান্ডারিগছ এলাকায় আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।শনিবার সকালে সেই বাড়িতে যান তিনি।পরিবারের হাতে কিছু বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি কিছু আর্থিক সাহায্যে করেন বিধায়ক।
প্রসঙ্গত,শুক্রবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারিগছ গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি পরিবারের তিনটি ঘর।ঘটনার সময় কেউ বাড়িতে ছিলেন না।স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।খবর পেয়ে ফুলবাড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ও গ্রামবাসীর সহযোগিতায় আগুন নেভানো হয়।যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় তিনটি ঘর এবং প্রয়োজনীয় নথিপত্র।
খবর পেয়ে আজ সকালে সেই বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।এই বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন,আজ সকালে খবর দেখে জানতে পারি যে আমার বিধানসভা এলাকায় ভান্ডারিগছ গ্রামের একটি বাড়ি সহ নানান জিনিস আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে।সেই বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কিছু সাহায্য করলাম।আগামীতে এই পরিবারটিকে সাহায্য করা হবে বলে জানান তিনি।