রাজগঞ্জ, ৫ মার্চঃ ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার সকালে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের ১০ নম্বর গেটে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।এরপরই খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে।
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।