নকশালবাড়ি, ১৮ মেঃ নকশালবাড়ি থানার অন্তর্গত সতভাইয়া মোড়ে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।জানা গিয়েছে, এদিন সতভাইয়া মোড়ে রাস্তার পাশে ওই মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।এরপরই খবর দেওয়া হয় নকশালবাড়ি থানার পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।