AIDSO এর প্রতিষ্ঠা দিবসে মিছিল ও সমাবেশ

শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ AIDSO বামপন্থী ছাত্র সংগঠনের ৬৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল।


বুধবার শিলিগুড়ির মিত্র সম্মিলনী হল থেকে একটি মিছিল বের করা হয়।এদিন মিছিলটি শহরের মূল রাস্তা পরিক্রমা করে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এসে শেষ হয়।সেখানে ছাত্র সমবেশ করা হয়।পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন সংগঠনের সদস্যরা।এদিন শিক্ষানীতি ২০২০ বাতিল সহ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জমি বেসরকারিকরণ এর প্রতিবাদে জানান তারা।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন AIDSO দার্জিলিং জেলা কমিটির সভাপতি কমরেড ডঃ অপূর্ব মন্ডল, সহ-সভাপতি কমরেড ডঃ শাহরিয়ার আলম অন্যান্যরা AIDSO কর্মী এবং সমর্থকেরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet girişbetist