শিলিগুড়ি, ১৭ জানুয়ারিঃ রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।সংক্রমণ রুখতে গত ৩ জানুয়ারি থেকে রাজ্যে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ।বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।
এই পরিস্থিতিতে সমস্ত ফি মুকুবের দাবিতে AIDSO এর তরফে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে স্মারকলিপি প্রদান করা হল।
এই বিষয়ে সংগঠনের সদস্য অভিজিৎ স্যান্ন্যাল বলেন, রাজ্য সরকারের তরফে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পরও শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিজেদের মত করে ফি নিচ্ছে।এই কারনেই আজ স্মারকলিপি প্রদান করা হল।রেজিস্ট্রার বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।দাবী পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান তিনি।